
ঈদ মোবারাক এসএমএস
তুমি চাঁদ নয়, তবে তুমি চাঁদের আলো,
তুমি ফুল নয়, তবে তুমি ফুলের সৌরভ,
তুমি নদী নয়, তবে তুমি নদির ঢেউ,
তুমি অচেনা নয়, তবে আমার চেনা কেউ,
ঈদ মোবারাক
Length: 389 - Sun, 01 May 22
তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি
তুমি পাহাড়ের গায়ে ঝরনার পানি,
তুমি বরষার এক পরশ বৃষ্টি,
তুমি মধ্য রাতের পূর্ণিমার চাঁদ,
তোমাকে জানাই ” ঈদ মোবারাক ”
Length: 407 - Sun, 01 May 22
কিছু কথা অব্যাক্ত রয়ে যায়
কিছু অনুভুতি মনের মাঝে থেকে যায়,
কিছু সৃতি গোপনে কাঁদায়,
শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয় ।
***** ঈদ মোবারাক *****
Length: 366 - Sun, 01 May 22
বৃষ্টি আসবে……
আর বাড়ির ছাদ ভিজবে না এমন কি হয় ?
চাঁদ উঠবে……
আর জসনা থাকবে না এমন কি হয় ?
বাগানে ফুল ফোটবে……
আর তুমি সুবাশ পাবে না এমন কি হয় ?
আর ঈদ আসবে……
তুমি দাওয়াতপাবে না এমন কি হয় ?
ঈদের দাওয়াত রইলো
ঈদ মোবারাক
Length: 600 - Sun, 01 May 22
ঈদের দাওয়াত তোমার তরে
আসবে তুমি আমার ঘরে
কবুল কর আমার দাওয়াত
না করলে পাবো আঘাত
তখন কিন্তু দেবো আড়ি
যাবো না আর তোমার বাড়ি
Length: 347 - Sun, 01 May 22
আসছে ঈদ লাগছে ভালো
তাই তো আমায় বলতে হলো
ঈদ মানে আশায় ভরা আলো ।
ঈদ মানে আশা…
ঈদ মানে সুন্দর জীবন সুন্দর ভালোবাসা
***** ঈদ মোবারাক *****
Length: 363 - Sun, 01 May 22
ঈদ কার্ড দিতে পারলাম না
তুমি দূরে বলে
মুখে বলতে পারলাম না
নাম্বার নাই বলে,
তাই তোমাকে বলছি সুন্দর হোক
তোমার ঈদের দিন,
দাওয়াত রইলো অগ্রিম ।
Length: 400 - Sun, 01 May 22
হাঁসের ডিন মুরগির ডিম
দেখা হবে ঈদের দিন
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী
ঈদের দিন দাওয়াত না দিলে
মারবো একটা ঘুষি ।
Length: 309 - Sun, 01 May 22
ও চাঁদ তুমি কি খুশী নিয়ে এলে ?
খুশীর আভাসে আজ পৃথিবী দোলে,
তোমার জন্য ছিলো কত অপেক্ষা
তাই বুঝি দিয়ে এক বছর পর দেখা ।
*””” ঈদ মোবারাক “””*
Length: 373 - Sun, 01 May 22
রং লেগেছে মনে
মধুর এই ক্ষনে
তোমায় আমি রাঙ্গিয়ে দেবো
ঈদের এই দিনে
” শুভ ঈদ মোবারাক ”
Length: 243 - Sun, 01 May 22
চেয়ে দেখো, নীল আকাশ
চাঁদ উঠেছে, ঈদ এর চাঁদ
খুশীর বার্তা নিয়ে
সেই খুশিতে মোদের বাড়ি
দাওয়াত দিলাম আসিতে
Length: 291 - Sun, 01 May 22
দুরের মানুষ আসুক কাছে
কাছের জন থাকুক পাশে
মন ছুটে যাক মনের টানে
নয়া চান্দের আগমনে
ঈদ কাটুল খুশী মনে
***** ঈদ মোবারাক ****
Length: 334 - Sun, 01 May 22
কাল ঈদ উল আযহা
সাজবে তুমি
মেহেদি দিয়ে রাঙ্গাবে তোমার হাত
এই খুশীর সময়টুকু
কাটুক তোমার বারোমাস
ঈদ মোবারাক
Length: 311 - Sun, 01 May 22
নীল আকাশে ঈদের চাঁদ
ঈদের আগে চাঁদনী রাত
ঈদ হলো খুশীর দিন
দাওয়াত রইলো ঈদের দিন,
ভালো থেকো সীমাহীন ।
ঈদের দিনটা তোমার হোক রঙিন
ঈদ মোবারক
Length: 390 - Sun, 01 May 22
শুভ রজনী, শুভ দিন,রাত পরোলেই ঈদের দিন।
উপভোগ করবে সারাদিন,ঈদ পাবে না প্রতিদিন।
দাওয়াত রইলো ঈদের দিন।
“ঈদ মোবারক”
Length: 326 - Sun, 01 May 22
বাংলা এসএমএস Category
- › Google Drive - কে Computer File Explorer এ Drive(G): আকারে ব্যবহার করবেন
- › Windows 10 এর ডিফল্ট ব্রাউজার পরিবর্তন করুন।
- › বিটলসের চুল রহস্য
- › জর্জ বার্নার্ডশকে চিঠি
- › নতুন এক রেকর্ড গড়লেন অপূর্ব!
- › আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে তামিয়ের ছুটি শেষ হবে আগামী ২৭ জুলাই
- › প্রেসিডেন্টকেও চুপ করে থাকতে হবে - মেসি কথা বললে
- › মামলায় জিতে রেস্তরাঁয় খেয়ে বকশিস ৪৮ লক্ষ টাকা!